Posted on

Symphony Xplorer p6

সিম্ফোনি এক্সপ্লোরের পি৬(Symphony Xplorer p6)

Symphony Xplorer p6

বর্তমানে সাধ ও সাধ্যের নির্দিষ্ট বাজেটের মধ্যে যেসব চমৎকার মোবাইল ফোনের মডেল ক্রেতার হাতের নাগালে আছে তার মধ্যে অন্যতম হলো Symphony Xplorer p6। সিম্ফোনি তার ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে নিত্য নতুন ফিচার, আকর্ষণীয় মডেল ও তুলনামূলক কম বাজেটের স্মার্ট ফোন নিয়ে আসে। এই কারনে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সিম্ফোনি একটি জনপ্রিয় ব্রান্ড।
৩ জি সেবা( HSDPA 850 / 900 / 1900 / 2100 )যুক্ত Symphony Xplorer p6 স্মার্ট ফোনটিতে আছে এ্যান্ডয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম।
সিপিউঃ১.৩ গিগা হার্জ কোয়ার্ড কোর প্রসেসর। ১ জিবি র‍্যাম, রম ৮ জিবি। রয়েছে অতিরিক্ত স্টোরেজ করার সুবিধা প্রায় ৩২ জিবি পর্যন্ত। ২ জি নেটোয়ার্কের ক্ষেত্রে (GSM 850 / 900 / 1800 / 1900) প্রযুক্তি ব্যাবহার করা হয় সেলফোনটিতে। আকর্ষণীয় ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা, যার মধ্যে রয়েছে তিন স্তর বিশিষ্ট লেড রেয়ার ফ্লাশ, সেলফি ফ্লাশ আর ৪ গুন পর্যন্ত জুম করার সুবিধা। HD IPS টাচ স্ক্রিন ডিসপ্লে মনিটর ৫.৩ ইঞ্চি। ফ্রিকোয়েন্সির মাধ্যমে স্যাটেলাইট সময় নির্ধারণী জিপিএস এর সুবিধা রয়েছে।তার বিহীন সুবিধার মাধ্যমে লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত।
সিম্ফোনির এই সেটটিতে রয়েছে অ্যালার্ট টোন, ভাইব্রেশন, ওয়েভ রিংটোন, স্পিকার, ৩.৫ মিমি জ্যাক, রেডিও এফএম সহ নানা রকম মাল্টিমিডিয়ার সমাহার। তথ্য সরবারহের জন্য ব্লুটুথ ও ইউ এসবি ক্যাবল সুবিধা রয়েছে। অন্যান্য স্মার্ট ফোনের মত এইচটিএমএল ব্রাউজারের এই ফোনেও রয়েছে এসএমএস সুবিধা। কালো রঙয়ের জাভা সাপোর্টেড সিম্ফোনী এক্সপ্লোরের পি৬ মডেলটিতে র‍্যেছে ২৫০০ মিলি অ্যাম্পিয়ার Li-ion ব্যাটারী। যা আপনাকে দিবে টানা স্ট্যান্ড বাই ৫০০ ঘন্টা চার্জ ধরে রাখার সুবিধা আর কথা বললে প্রায় ১৪ ঘন্টা অটুট চার্জ থাকার সক্ষমতা ।
অনেক ক্রেতারই অভিযোগ ৩জিপি ভিডিও কোয়ালিটি সম্পর্কে। তাদের মতামত এমপি-৪ হলে ভিডিওর ধরন আরো ভালো হবে।
বাজারে থাকা অন্যান্য ফোনের মধ্যে দাম ও মানের দিকে এর সাথে নকিয়া N1 এর তুলনা করা যায়-

Symphony-Xplorer-p6
২জি নেটোয়ার্ক সমর্থন করে না।জিপিএস সুবিধা আছে।সিম্ফোনি এক্সপ্লোরের পি৬ এর মত ডুয়েল সিম সুবিধা নেই।
আইপিএস এলসিডি ক্যাপাটিভ টাচ স্ক্রিন ১৬ মিটার কালার। ৭.৯ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লে ভালো রাখার জন্য রয়েছে কামিং গরিলা গ্লাস ৩।
তবে মাল্টিমিডিয়া সুবিধা সিম্ফোনি এক্সপ্লোরের পি৬ এর মতই। সিম্ফোনি এক্সপ্লোরের পি৬ এর ওজন অফিসিয়ালি বলে না দেয়া হলেও নকিয়া N1 এর ক্ষেত্রে তা প্রায় ৩১৮ গ্রাম। ৮ মেগা পিক্সেল ক্যামেরা হলেও নকিয়া N1 এ রয়েছে সিম্ফোনি এক্সপ্লোরের পি৬ এর মত ৫ মেগা পিক্সেল সেকেন্ডারী ক্যামেরা। ইন্টারনাল মেমোরীর ক্ষেত্রে সিম্ফোনি এক্সপ্লোরের পি৬ এর চেয়ে এগিয়ে আছে নকিয়া N1, ২ জিবি র‍্যাম সহ প্রায় ৩২ জিবি। তবে এক্সটারনাল কোন মেমোরীর সুবিধা ফোনটিতে রাখা হয়নি। ফোনটিতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি ক্যাবল সহ আরো নানামুখি সুবিধা। নকিয়া N1 মোবাইলে রয়েছে নন-রিমোভেবল Li-ion ৫৩০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারী।
সিম্ফোনি এক্সপ্লোরের পি৬ পাবেন নিকটস্থ সিম্ফোনির বিক্রয় কেন্দ্র সহ প্রায় সব মোবাইল বিক্রয় কেন্দ্রেই। দাম মাত্র ৯৯৯০ টাকা।