Posted on

Symphony Xplorer ZVI

Symphony Xplorer ZVI

Symphony Xplorer ZVI

এ যাবতকালে সিম্ফোনি যতগুলো স্মার্ট ফোন নিয়ে এসেছে তার মধ্যে অন্যতম হলো সিম্ফোনি এক্সপ্লোরের জেড ভি আই( Symphony Xplorer ZVI)। এ বছরের জুন মাসে Symphony Xplorer ZVI বাজারে আসার ঘোষনা দেয়া হয় এবং ক্রেতার হাতের নাগালে আসে জুন-জুলাই ২০১৫ তেই। দেখে নেয়া যাক Symphony Xplorer ZVI এর বিশেষ ফিচার গুলো কি।
এ্যান্ড্রোয়েড কিটক্যাট v 4.4.2 অপারেটিং সিস্টেম এর মডেলের সিম্ফোনির সেটটিতে রয়েছে ডুয়েল সিমের সুবিধা(ডুয়েল রেগুলার ও মাইক্রো সিম)। ২ জি নেটোয়ার্ক-জিএসএম ( 1800/1900 Mhz/3G-2100 Mhz)
লোকেশনঃজিপিএস, এ-জিপিএস।
এইচটিএমএল ৫ ব্রাউজিংয় সাপোর্টেড ফোনটিতে আছে জাভা MIDP Emulator. Symphony Xplorer ZVI মডেলটিতে আছে এমপি থ্রি, এমপি ফোর, এফএম (রেকোর্ডিং), লাউড স্পিকার, ৩.৫ মিমি হেড ফোন জ্যাক, ভাইব্রেশন ও আলার্ট, রিং টোনের মাল্টিমিডিয়া সুবিধা।

Gorilla Glass 3
Symphony Xplorer ZVI মডেলে র‍য়েছে এ্যামুলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, এইচ ডি ১৬ মিটার কালার ডিসপ্লে। ৫ ইঞ্চি ডিসপ্লেতে রেজুলেশন রয়েছে ৭২০*১২৮০ পিক্সেল। শুধু তাই নয় ডিসপ্লে প্রোটেকশনের জন্য রয়েছে Gorilla Glass-3 Protection. এই মডেলের ফোনটিতে রয়েছে আকর্ষণীয় ক্যামেরা। ১৩ মেগা পিক্সেল ও ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

zvi camera

এছাড়া panorama, motion track, face beauty camera, gradienter, flash light, autofocus, V-sign Capture, HDR, Multi aungle View এসকল বৈশিষ্ট্য ক্যামেরায় তোলা ছবিকে করবে আরো অনন্য। ভিডিও কোয়ালিটি 1080p@30fps আর জুম করা যায় প্রায় ৪ গুন পর্যন্ত।

হার্ডওয়্যার কনফিগারেশনঃ

mobile hardware

অক্টা কোর প্রসেসর ১.৪ গিগা হার্জ। GPU:600 MHz-Mail 450(MP4 GPU)
মেমোরীঃইন্টারনাল ১৬জিবি, কার্ড স্লোট ৩২ বিডি এবং র্যা ম ২ জিবি।
ব্যাটারীঃ Li-Polymer (removable)২০৫০ মিলি এ্যাম্পিয়ার লং ব্যাটারী। স্ট্যান্ড বাই প্রায় ৫৫৭ ঘন্টা চার্জ থাকে। টক টাইমের ক্ষেত্রে তা প্রায় টানা ১৫.৩ ঘণ্টা(২ জির ক্ষেত্রে) আর ১০.২ ঘন্টা থ্রি জির ক্ষেত্রে।
Symphony Xplorer ZVI এর সেন্সরের ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছে Accelerometer sensor, Proximity sensor, G-sensor, Light sensor, Magnetic sensor।

slim phone
এছাড়া GPRS ও EDGE সুবিধা রয়েছে।লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য WLAN Wi-Fi-802.11/ Hotspot এছাড়া তথ্য আদান-প্রদানের জন্য ব্লু টুথ ও ইউএসবি সুবিধা রয়েছে।
অনেকের মতে এই সেলফোনের মডেলের কোন দুর্বল কোয়ালিটি নেই তবে ২০৫০ মিলি এ্যাম্পিয়ার ব্যাটারীর কারনে চার্জ দ্রুত ফুরিয়ে যায় কিছু ব্যাবহারকারীর অভিমত প্রকাশ করেন।

সাদা বর্নের ১৫০ গ্রাম ওজনের সিম্ফোনির এই ফোনটি আপনি কিনতে পারবেন মাত্র ১৪৯৯০ টাকায়।